মো: হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় কোন প্রকার সহিংসতা ছাড়াই ডিলেঢালা ভাবে বিএনপি-জামাতের ডাকা দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিল আ.লীগ ও প্রশাসন।
দিনের শুরুতে ভোরের সূর্য উঠার সাথে সাথে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিক ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলার ১১নং চিরাং ইউনিয়নে চিরাং বাজারে বিক্ষোভ মিছিল করেন। একই সময়ে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে বিএনপি নেতা নাজমুল হাসান বিক্ষোভ মিছিল করেন।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলালের নেতৃত্বে দুপুরের দিকে নেত্রকোনা – সিলেট মহাসড়কের কেন্দুয়া অংশের গন্ডা ইউনিয়নের কালিয়ান নামক স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইঁয়া সন্ধ্যায় জানান, বিএনপির অবরোধ কর্মসূচির কোন প্রভাব পড়েনি কেন্দুয়া উপজেলায়। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ঢিলেঢালা ভাবে সকালে মানুষ ঘুম থেকে উঠার আগেই দুই-এক জায়গায় বিএনপি সমর্থিত কিছু লোক বিক্ষোভ মিছিল শুরু করেছিল।
পরবর্তীতে আ.লীগের নেতাকর্মী ও পুলিশ প্রশাসন দেখে তারা পালিয়ে যায়। সারাদিন কেন্দুয়া উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দুয়া পৌরশহরসহ আশপাশ এলাকায় শান্তি সমাবেশ করেছে।
কেন্দুয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, বিএনপি প্রথম দিনের অবরোধ কর্মসূচিতে উপজেলায় কোন সহিংসতা ঘটেনি। সারাদিন পুলিশ প্রশাসন ছিল মাঠে। বিকালে বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব টহল ছিল।