মো: হুমায়ুন কবির, কেন্দুয়া:
বিএনপি-জামাতের দেশব্যাপী ৩ দিনের সর্বাত্মক
অবরোধের ২য় দিনে নেত্রকোনার কেন্দুয়ায় স্বাভাবিক ছিল যানবাহন চলাচল ও জনজীবন। বিএনপির অবরোধে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তায় কেন্দুয়া থানার পুলিশ ছিল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কঠোর সর্তক অবস্থায়।
বিএনপির ২য় দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে
বুধবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব রফিক ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারে অবরোধ সমর্থনে মিছিল করেছে।
এছাড়াও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলালের নেতৃত্বে দুপুরে গোগ বাজার এলাকায় কেন্দুয়া-মদন সড়ক অবরোধ এবং গন্ডা ইউনিয়নে কেন্দুয়া- ঈশ্বরগঞ্জ সড়ক অবরোধ করে মিছিল করে নেতাকর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গেলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
অপর দিকে বুধবার (০১ নভেম্বর) সকাল থেকে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞার নেতৃত্বে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিল কঠোর অবস্থানে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বুধবার রাতে জানান, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় পুলিশ রয়েছে । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত বলে তিনি জানান।