সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
26.6 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়ায় বিদ্যালয়ে একই ব্যক্তিকে পুনরায় সভাপতি না করতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

কেন্দুয়ায় বিদ্যালয়ে একই ব্যক্তিকে পুনরায় সভাপতি না করতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

মোঃ হুমায়ূন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শতবর্ষী নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন না করে বার বার একই ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি মনোনীত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়টির সামনের সড়কে শিক্ষার্থী অভিভাবক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী অভিভাবক সাইকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার, সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম বাবুল, বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হারেছ মিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল চন্দ্র সরকার, সনজুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়টির শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন এলাকাবাসীসহ কয়েক শতাধিক গ্র্রামবাসী অংশ গ্রহন করেন ।

বক্তারা বলেন, তাজুল ইসলাম নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘ ৮-১০ বছর যাবত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিদ্যালয়ে অনিয়মের রাজত্ব কায়েম করেছেন। বিভিন্নভাবে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে আসছেন। শিক্ষার মান্নোয়নে তিনি উদাসীন। তার ইচ্ছে মাফিক বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার মান দিন দিনই িনন্মমুখি হচ্ছে। তার নানারকম স্বেচ্ছাচারিতা ও অন্যায়-অপরাধের ভয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা সব সময় আতঙ্কিত থাকেন। নির্বাচিত ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্ষমতার দাপট দেখিয়ে তিনবার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়ে আসেন। সর্বশেষ এডহক কমিটির মেয়াদ ৭/৮ মাস পূর্বেই শেষ হয়ে যাওয়ায় আবারও তিনি সভাপতি হওয়ার পাঁয়তারা চালাচ্ছেন বলে গুঞ্জন উঠায় স্বেচ্ছাচারী তাজুল ইসলামকে এলাকার কেউ-ই আর সভাপতি হিসেবে দেখতে চায় না। তাই তাকে বাদ দিয়ে এলাকার অন্য যে কাউকে এডহক কমিটির সভাপতি মনোনীত করা হলে বিদ্যালয়টি রাহুগ্রাস মুক্ত হবে। স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালিত হবে এবং শিক্ষার মানও বৃদ্ধি পাবে।

এছাড়া তাজুল ইসলামকে এডহক কমিটির সভাপতি মনোনীত না করার জন্য গত ১০ অক্টোবর বিদ্যালয়টির শিক্ষার্থী অভিভাবক সাইকুল ইসলাম, আঞ্জু মিয়া, সাবেক শিক্ষার্থী হারেছ মিয়া ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পৃথক দুটি লিখিত আবেদন করেছেন এবং এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি অনুমোদন না দিতে গত ১৫ অক্টোবর কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী হারেছ মিয়া যৌথভাবে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ উদ্দিন বলেন, নতুন এডহক কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে জটিলতা দেখা দিয়েছে। আমি এ জটিলতা নিরসন করে সবাইকে নিয়ে সমন্বয় করে কমিটি গঠনের আপ্রাণ চেষ্টা করছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments