নেত্রকোনার কেন্দুয়ায় সড়কের পাশে কৃষি জমিতে পড়ে থাকা গলাকাটা অবস্থায় ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে স্থানীয় লোকজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান মডেল বাজার সড়কের বৈষ্যপাঠ্রা সড়কের পাশের কৃষি জমিতে পড়ে থাকা ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায়। বাদল মিয়া নামের যুবক কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিচমত চিতোলীয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন কৃষি জমিতে। তার সাথে মোটরসাইকেল চালকদরে একটি হেলমেট পাওয়া যায়। সাথে বিভিন্ন ধরনের ভিসা পাসপোর্টসহ শ্রমিক পরিচয়ের কাগজ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পাশে একটি হেলমেটসহ মোটরসাইকেল চালানোর কিছু কাজগ পাওয়া গেছে। কিভাবে মৃত্যু হয়েছে তা উদ্ধারে পুলিশ মাঠে আছে।