নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিছিলে হামলায় আহত কমপক্ষে ১০ জন সমর্থক। এদ্রর মধ্যে গুরুতর দুজন।
এছাড়াও মোটরসাইকেলসহ বাজারের চেম্বারে চেয়ার ভাংচুর করেছে হামলাকারীরা।
ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এসময় আহত হওয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নেতা আপেল মাহমুদ ও চিরাং ইউনিয়ন আওয়ামিলীগ সম্পাদক হলি খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যায়।
তারা সকলেই বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে এই আসনের সাবেক এমপি ট্রাক প্রতীকের আওয়ামী লীগ নেতা ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু।
একাধিক নেতাকর্মী ও আহতরা জানান, আজ নির্বাচনে প্রতীক পাওয়ার পর সন্ধ্যার পরে মাসকা বাজার থেকে একটি মিছিল বের করে ট্রাক সমর্থকেরা।
মিছিলটি নিয়ে কিছুদূর এগিয়ে গেলেই অতর্কিতে নৌকার স্লোগানে হামলা চালায় বলে আহতদের অভিযোগ।
তারা বলেন নৌকার সমর্থকেরা তাদের উপর শুধু হামলাই করেনি। তাদেরকে বেধড়ক মেরেছে।
পাশাপাশি অফিসের চেয়ার এবং মোটরসাইকেল ভাংচুর করেছে তারা।
এ ঘটনায় উলটা পুলিশ আমাদেরকে ধাওয়া করে সরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, ঝামেলা একটা হয়েছে। সেখানে যাচ্ছি।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান হামলা হয়েছে শুনেছেন জানিয়ে বিস্তারিত তথ্য নিচ্ছেন বলেও জানান।