মো হুমায়ূন কবীর
নেত্রকোনার কেন্দুয়ায় হাঁস বোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এমন অভিযোগ পিকআপ ভ্যানের মানিকের।
ঘটনাটি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চিরাং রোডে কাচারির সামনে ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, এতে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। সেই সাথে প্রায় শতাধিক হাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে।
পিকআপ ভ্যানের মালিক কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া জানান, পিকআপটি রাতে বারহাট্টা উপজেলা থেকে ৭ শতাধিক হাঁস নিয়ে কেন্দুয়া উপজেলার গগডা গ্রামে যাবার পথে কেন্দুয়ার চিরাং রোডে কাচারির সামনে গেলে একদল বিএনপি নেতাকর্মী পিক-আপের গতি রোধ করে।
এসময় গাড়ি চালক গতি রোধকারীদের বলে এ পিকআপটি কেন্দুয়ার এতে হাঁস রয়েছে।
তার পরেও তাতে বিএনপি নেতাকর্মীরা আগুন লাগিয়ে দেয়। এসময় চালক ও তার সহকারী কোন রকমে বাইরে বের হলেও পিক-আপ ভ্যানটি পুড়ে ছাই হয়ে যায়।
পিকআপটিতে থাকা ৭ শতাধিক হাঁসের মধ্যে প্রায় শতাধিক হাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।
এখনো কেউ গ্রেপ্তার হননি। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।