সোহান আহমেদ:
বিএনপি জামাতের ডাকা চতুর্থ দফার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে নেত্রকোনার কেন্দুয়া – আটপাড়ায় অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মতিনের সমর্থকরা এ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
কেন্দুয়া পৌর শহরের আব্দুল মতিনের বাসভবনের সামনে থেকে বের হওয়া মোটরসাইকেল শোভাযাত্রাটি দিনব্যাপী নেত্রকোনা ৩ সংসদীয় আসনের কেন্দুয়া আটপাড়ার বিভিন্ন ইউনিয়ন সহ উপজেলা বাজারগুলো প্রদক্ষিণ করেন। এতে অন্তত সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট আব্দুল মতিনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার প্রত্যাশায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।