নেত্রকোনার কেন্দুয়ায় নতুন বাসষ্ট্যান্ডে অবস্থানরত “হিরণ এন্ট্রারপ্রাইজ” নামে একটি বাসে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা। বুধবার দিনগত গভীররাতে আদমপুর এলাকায় নতুন বাসষ্ট্যান্ডে অবস্থানরত একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে টহলরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করেন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, টহল পুলিশ দেখে ফায়ার সার্ভিসকে জানায়। বাসটির নাম ছিলো হিরন বাস। কোন হতাহতের ঘটনা ঘটে নি।
বাসের হেলপার ঘুমাচ্ছিলো বাসে। তাকে আনা হয়েছে জিজ্ঞাবাদের জন্য। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, ভোররাতে এ ঘটনার খবর দিলে আমাদের কর্মী বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।