নেত্রকোনা-কেন্দুয়া সড়কে উন্নয়ন কাজ চলাকালীন সময়ে গাড়ির চাপায় কিশোর নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শ্রমিক সুমন মিয়া (১৩) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রোলার চালম আব্দুল বারেকের ছেলে। সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় মৃত্যু হয় সুমনের।
এর আগে সড়কটিকে উন্নয়ন কাজ করার সকল পানি দেয়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সে আহত হয়। অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-কেন্দুয়া সড়কে দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চলমান।
এসময় সড়কের টেঙ্গুরী আল খায়রুল অটো রাইস মিল সংলগ্ন ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক রিড কনস্ট্রাকশন কোম্পানির একটি গাড়ী রাস্তায় পানি দেওয়ার কাজ করছিল।
এ সময় রোলার গাড়ির চালকের ছেলে শ্রমিক সুমন মিয়া (১৩) পানির গাড়ির নিচে চাপা পড়ে। তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।