হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো.মইনউদ্দিন খন্দকার এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২১জুন ২০২১ সফলতার ১ বছর পূর্ণ হয়েছে। উল্লেখঃ ইউএনও মো.মইনউদ্দিন খন্দকার গত ২১জুন ২০২০ইং কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি এক বছর সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করে এ উপজেলার মানুষের নজর কেড়েছেন। করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ উপলক্ষে সোমবার ২১জুন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান এর উপস্থিতিতে ভূমি অফিসের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীগন উপজেলা নির্বাহী অফিসার এর নিজ কার্যালয়ে ইউএনও মো.মইনউদ্দিন খন্দকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।