হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া দাসপাড়া গ্রামে অগ্নিকান্ডে দিন মজুর দুলাল মিয়ার দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার ৬ফেব্রুয়ারী রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকলে বাড়ীর মালিক দুলাল মিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় তার গোয়াল ঘরে আগুন জ্বালছে।
এসময় দুলাল মিয়ার ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে দেখেন একটি গরুর গোয়াল ঘর ও
একটি বসত ঘরে আগুনে জ্বলছে।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা আসার আগেই ঘর দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় । এতে নগদ ১৬হাজার টাকা,ধান,চাউল,সার,কীটনাশক সহ ঘরের যাবতীয় জিনিসপত্র ও একটি গরুসহ প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অসহায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে নোয়াদিয়া গ্রামের হারুন উর রশীদ জানান,দিন মজুর দুলাল মিয়া জায়গা জমি বলতে কিছুই নেই। সে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। অভাবের সংসারে যা কিছু ছিল সবই আগুনে পুড়ে গেছে। এক বেলা রান্না করে খাবার খাওয়ার মত ঘরে চাল, ডাল এমন কি গায়ে পড়া মত কোন কাপড় পর্যন্ত নেই।