Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় অটোরিকশা সাইড নিয়ে হামলায় একজন নিহত

কেন্দুয়ায় অটোরিকশা সাইড নিয়ে হামলায় একজন নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাহিতপুর বাজারে অটো রিকশার সাইড নিয়ে দুই চালকের উপর হামলায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু আহত এক। এই খবরে এলাকায় উত্তেজনা দুই গ্রামবাসীর মাঝে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে অটো রিকশা সাইড নিয়ে চেংজানা গ্রামের দুই চালক ও আটি গ্রামের যুবকদের সাথে ঝগড়া বাধে। বিষয়টি বাজারের লোকজন মীমাংসা করে দেন।

পরে আটি গ্রামের যুবকরা ফিরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজনকে নিয়ে এসে ওই অটো চালকদের উপর হামলা চালায়। এতে চেংজানা গ্রামের শামিমের ছেলে ইমরান হোসেন বাবু (২৪) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে একলাছ উদ্দিন (৩০) আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ইমরান হোসেন বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমন খবর এলাকায় আসলে গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বাধানোর রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটি গ্রামের সুমন (২২) নামের এক যুবককে আটক করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ জানান, আটি গ্রামের কয়েক যুবক ঔষধ কিনতে আসে সাহিতপুর মোড়ে রোয়াইল বাড়ি রোডেই। কাছাকাছি দুইটা যায়গা সড়কের দুইদিকে। এসময় অটো রাখা নিয়ে ওই যুবকদের সাথে চেংজানা গ্রামের দুই চালকের ঝগড়া হয়। এটি মিমাংসাও করে দেন স্থানীয়রা।

পরক্ষণেই আটি গ্রামের ওই যুবকরা আরো কজন নিয়ে এসে এদের দুজনকে পেয়েই হামলা চালায়। পরে তাদেরকে ময়মনসিংহ পাঠালে একজন মারা গেছে এমন খবরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর দুই গ্রামেই সংঘর্ষ লাগতে প্রস্তুতি নেয়। আমরা এই খবর পেয়ে এসে সুমন নামের এক ছেলেকে আটক করেছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments