হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ার কৃষক আবু ছাদেক ব্যাপারী। তার একটি অষ্ট্রলিয়ান জাতের গাভী একটি ষাঁড় বাছুর ও একটি বকনা বাছুর জন্ম দিয়েছে। কৃষক আবু ছাদেক ব্যাপারীর বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের সয়লাপাড়া গ্রামে।
কৃষক সাদেক ব্যাপারী বলেন,গত সাড়ে ৯ মাস পূর্বে কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হতে তার গাভীটিকে ‘রাণীভিট’ বীজ দেওয়া হয়েছিল। পরে গত ২১ মে দুপুরে গাভীটি জমজ ২টি বছুরের জন্ম দেয়। গাভীটি তার দুইটি বাছুরকে দুধ খাওয়ানোর পরেও বর্তমানে প্রতিদিন গাভীটি ১২ লিটার দুধ দিচ্ছে। গাভী ও বাছুরদু’টি সুস্থ্য আছে।
বাছুর দুইটি দেখতে প্রতিদিন আশপাশের লোকজন ভিড় জমাচ্ছে। রোববার দুপুরে পাশের গ্রামের রুকন উদ্দিন নামের এক ব্যক্তি বাছুর দুইটি দেখতে আসেন।
এ বিষয়ে কৃষক আবু ছাদেকের স্ত্রী ফরিদা পারভীন জানান, আমাদের গাভীর বকনা ও ষাঁড় বাছুর ২টি এক ঘন্টা ব্যবধানে জন্ম দিয়েছে। আমরা খুবই খুশি হয়েছি।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার খুর্শিদ দেলোয়ার বলেন, প্রাকৃতিক নিয়মে একের অধিক বাছুর হতে পারে। বাছুর গুলোর প্রতি তিনি যথাযথ যত্ম নেওয়ার পরামর্শ দেন।