হুমায়ুন কবির, কেন্দুয়া:
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় কৃষক হত্যা দিবস উপলক্ষে উপজেলা কৃষক লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৫ সালে মার্চ মাসে সার কিনতে গিয়ে বিএনপি-জামাত শাসনামলে পুলিশের গুলিতে ১৮ জন কৃষক শহীদদের স্মরনে কৃষকলীগ প্রতি বছর এ দিনটি পালন করে আসছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে কেন্দুয়া পৌর শহরে উপজেলা কৃষক লীগের আহবায়ক ফনিভূষন ভদ্র মাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক র্যালী ও আলোচনা
সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.কামরুল হাসান ভুঞা, উপজেলা আওয়ামী লীগনেতা আব্দুল্লাহ আল ফারুখ চানা,কৃষকলীগ কেন্দুয়া উপজেলা শাখার সদস্য সচিব পৌর কাউন্সিলর মো.এরশাদ মিয়া প্রমুখ।