হুমায়ুন কবির, কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়ায় গত ৪ এপ্রিল রাতের গরম বাতাসে তাপদাহে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়।
এ খবর পেয়ে বুধবার (৭এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত ধানের জমি পরিদর্শনে আসেন কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম।
এছাড়াও কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহজাহান কবীর।
এছাড়াও ময়মনসিংহ বিভাগের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবদুল মাজেদ,নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.হাবিবুর রহমান প্রমুখ।
পরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণ জাত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বোরো ধানের কৃষি জমি পরিদর্শন করেছেন তারা।
পরে উপজেলা কৃষি অফিসে এসে কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম,সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে এসে দেখতে পাই, এখান কার কৃষকের বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি প্রণোদনার আওতায় আনা হবে।
এছাড়া বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ইতিমধ্যে সরকার হতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার দেয়াও হয়েছে।
তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদেন উদ্দেশে আরো বলেন, যাদের কৃষি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে,সেই সব কৃষক তাদের জমিতে সেচ পানি বেশি ধরে রাখেন।এছাড়া উপজেলা কৃষি অফিস মাধ্যম থেকে পরামর্শ গ্রহন করবেন।
এসময় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.মইন উদ্দিন খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,কৃষি অফিসার একে এম শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি খবিরুল আহসান প্রমুখ।