হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় সোমবার দুপুরে উপজেলার পরিষদ প্রাঙ্গনে মুক্তির উৎসব,সুবর্নজয়ন্তীর মেলার অংশ হিসেবে স্বাধীনতা বই মেলার শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার।
স্বাধীনতা বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. মইন উদ্দিন খন্দকার।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞার পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর পৌত্র, গোলাম ফারুক খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান,কবি নেহাল হাফিজ, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, কবি আয়েশ উদ্দিন ভুঞা প্রমুখ।