হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া ও ঈশ^রগঞ্জ জেলার আঠারোবাড়ী সড়কে রাস্তা পারপারের সময় মোটর সাইকেল ধাক্কায় নজরুল ইসলাম( ৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের বাড়ি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুপিচান্দি আলী গ্রামের বাসিন্দা। বুধবারে বিকালে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে দুপিচান্দি আলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম কেন্দুয়া-আঠারোবাড়ী সড়ক পার হওয়ার সময় একটি দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পায়। এসময় সড়কে পাশে তিনি ছিটকে গিয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।