হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের শিমুলতলা হইতে সেনের বাজার যাওয়ার রাস্তায় নারায়নপুর নাম স্থানের রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন জানান, মাসকা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেন জিয়া নামের এক ব্যাক্তি রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি আকাশি জাতের গাছ কর্তন করেন। এমন অভিযোগে ঘটনার স্থলে গিয়ে দেখা যায় রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি আকাশি গাছ কর্তন করা হয়েছে। পরে গাছ কর্তন করার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান কে জানানো হলে, তিনি কর্তন করা গাছ গুলি জব্দ করেন।
গাছ কর্তন করার বিষয়ে জানতে, মোফাজ্জল হোসেন জিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,রাস্তাটির যে জায়গা থেকে গাছ কর্তন করা হয়েছে। ওই রাস্তার দুই পাশের জমির মালিক তিনি নিজেই।
তাই তিনি নিজ খরচে তার জমিতে গাছ রোপন করেছিলেন। এবং গাছ গুলি বড় হওয়ার পর তিনি শ্রমিক দিয়ে কর্তন করেছেন।
তিনি আরো জানান,বেশ কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে উক্ত রাস্তায় গাছ রোপন করা হয়েছিল। এবং তার জমির পাশের রাস্তাও গাছ রোপন করা হয়। তবে তিনি যে গাছ গুলি কর্তন করেছে। ওই গাছ গুলি তার নিজের রোপন করা গাছ।
এ ব্যাপারে কেন্দুয়া সহকারী কমিশনার ভূমি খবিরুল আহসান বলেন,মাসকা ইউনিয়নের শিমুলতলা হইতে সেনের বাজার যাওয়ার রাস্তার নারায়নপুর গ্রামের পাশে রাস্তায় কর্তন করা গাছ গুলি ওই খানেই জব্দ করে রাখা হয়েছে। অফিস থেকে সার্ভেয়ার গিয়ে রাস্তা মাপার পর বলা যাবে গাছ গুলি কি রাস্তার। না কি যিনি কর্তন করেছেন তার।
এ বিষয়ে মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খুকুমণি জানান,রাস্তার পাশ থেকে বেশ কিছু গাছ কর্তন করা হয়েছে জানতে পেরেছি। এখন সার্ভেয়ার রাস্তা মাপার পর বুঝা যাবে গাছ গুলির মালিক কে।