Friday, March 29, 2024
মূলপাতাঅন্যান্যকেন্দুয়ায় লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় ১০ হাজার টাকা...

কেন্দুয়ায় লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা

সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধে নেত্রকোনার কেন্দুয়ায় করোনা বিস্তার রোধে লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল হতে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান।

এ সময় অহেতুক ঘুরা ফেরা করা লোকজনসহ স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক ব্যাতিত ঘুরা ফেরা করার দায়ে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী রেজিষ্ট্রেশন গন।

এতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার বলেন,সরকারী সকল সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্য বিধি মেনে মানুষকে চলতে নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়াও কেন্দুয়ার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল ছিল। পাশাপাশি কেন্দুয়া থানার অফিসার ইনচার্স (ওসি) কাজী শাহনেওয়াজ। পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হাবিবুল্লাহ খানসহ একদল পুলিশের ব্যাপক তাৎপরতা ছিল।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments