হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় গত ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত ১৪দিনের লকডাউনের প্রথম ৭ দিনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় মাইক্রোচালকসহ বিভিন্ন কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩টি মামলা হয়। এতে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,গত শুক্রবার (২৩জুলাই হতে ২৯জুলাই) বৃহষ্পতিবার রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকারের ভ্রাম্যমাণ আদালত ৩১ মামলায় ৩১ হাজার ৮শ টাকা জরিমানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসানের ভ্রাম্যমাণ আদালত ৪২ মামলায় ১লাখ ২শ টাকা জরিমানা আদায় করা হয়। দু’জনের মোট ৭৩ মামলায় ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছ।
বিষয়টি নিশ্চিত করে কর্মকর্তাগণ জানান, সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতকে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজসহ সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশবাহিনী ও আনসারবাহিনী। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ সহযোগীতা করেছেন।
তারা আরো জানান,কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আসুন সবাই মাস্ক পরি,স্বাস্থ্যবিধি মেনে চলি,করোনা মোকাবেলায় এক হয়ে কাজ করি।