Tuesday, April 16, 2024
মূলপাতাঅন্যান্যকেন্দুয়ায় লকডাউনের ২য় দিনে মোবাইল কোর্টে ২০ মামলায় ৮হাজার ৮ শত টাকা...

কেন্দুয়ায় লকডাউনের ২য় দিনে মোবাইল কোর্টে ২০ মামলায় ৮হাজার ৮ শত টাকা জরিমানা

হুমায়ুন কবির, কেন্দুয়া:
চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়া, মাস্ক ব্যাতিত অহেতুক ঘুরা ফেরা করা,দোকান পাঠ খোলা রাখার কারণে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিভিন্ন এলাকার হাটবাজার ও পৌরসদরে মোবাইল কোর্ট চালিয়ে ২০ জনকে বিভিন্ন পরিমাণে ৮হাজার ৮ শত অর্থ জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল হতে সন্ধ্যা ৭ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার বলেন, লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্য বিধি মেনে মানুষকে চলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

এছাড়া ও কেন্দুয়ার বিভিন্ন সড়কে কেন্দুয়া থানার অফিসার ইনচার্স (ওসি) কাজী শাহনেওয়াজ। পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হাবিবুল্লাহ খানসহ একদল পুলিশ ও ছিল ব্যাপক তাৎপর।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments