Saturday, September 14, 2024
মূলপাতাকৃষি সংবাদকেন্দুয়ায় সরিষার বাম্পার ফলনে কৃষক মহা খুশি

কেন্দুয়ায় সরিষার বাম্পার ফলনে কৃষক মহা খুশি

হুমায়ুন কবির, কেন্দুয়া:
কৃষক জমি থেকে সরিষার গাছ তুলে বাড়িতে নিয়ে এসেছে।এখন চলছে গাছ থেকে সরিষা ছাড়ানোর কাজ। আবার অনেকে চাষী গাছ থেকে সরিষা ছাড়িয়ে রোদে শুকাতে দিয়েছে। পাশাপাশি কৃষক সরিষা চাষকৃত জমি তৈয়ার করে তারা বোরধান রোপন করছেন।

সরিষা চাষী আলামিন,সোহাগ,কাজল বলছেন,এ বছর প্রথমে শীত কম থাকায় সরিষা চাষ ভাল হয়েছে। তাছাড়া পোকা আক্রম ছিলনা। তাই তারা সরিষা চাষ করে এ বছর লাভবান হয়েছে।তারা বলছেন, কৃষকদের নিকট বছরের দ্বিতীয় ফসল হিসেবে আবাদ হচ্ছে সরিষা। তাছাড়া সরিষা আবাদে কম খরচে বেশি ফলন হওয়ায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সরিষা চাষে কৃষক মহা খুশি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার এ.কে এম.শাহজাহান কবীর জানান,উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন জাতের ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়ে ছিল। যা গত বছরের তুলনায় চলতি বছর লক্ষ মাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ ছিল। সেই সাথে তাদের লক্ষ মাত্রার বেশি সরিষা উৎপাদন করেছন কৃষক।

তিনি আরো জানান,১হেক্টর জমিতে ৪৫-৫০মণ সরিষা উৎপাদিত হয়েছে। নতুন এক মণ সরিষার দাম ২ হাজার থেকে ২২শত টাকা। এ সরিষা আবাদে কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এছাড়াও চলতি মৌসুমে সরিষা চাষিদের মাঝে সরকার কর্তৃক ১হাজার কৃষককে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রনোদনার সার ও বীজ ও বিতরণ করেছেন বলেও জানান ওই কৃষি কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments