Friday, March 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় ৬০ হেক্টর পতিত জমি আবাদের আওতায়

কেন্দুয়ায় ৬০ হেক্টর পতিত জমি আবাদের আওতায়

হুমায়ুন কবির, কেন্দুয়া:
করোনা পরিস্থিতিতে দেশে সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদ যোগ্য এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী’র এই ঘোষণা বাস্তবায়নে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা কৃষি অফিস ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনাবাদি পতিত ৬০ হেক্টর জমি আবাদের আওতায় আনা হয়েছে বলে কৃষি অফিস সুত্রে জানা যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম.শাহজাহান কবীর বলেন,এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী’র ঘোষণা বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস ২০২০-২১অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনাবাদি পতিত ৬০ হেক্টর জমি আবাদের আওতায় আনা হয়েছে।

তাছাড়া ২০২১-২২ অর্থ বছরে যাতে আরো ১শত ৫০ হেক্টর জমি আবাদের আওতায় আনা যায়। এনিয়ে ইতিমধ্যে আমরা মাঠ পযার্য়ের কাজ শুরু করেছি।

তিনি আরো বলেন, যে সমস্ত জমিতে ধান আবাদ করা হত,ওই সব জমিতে এখন ধান আবাদের পাশাপাশি সরিষা,পাট ও শাকসবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করা হয়েছে।

এছাড়া বাজারে ধান,চালসহ বিভিন্ন ফসলের দাম ভালো থাকায় দিন দিন কৃষি কাজের প্রতি আগ্রহ হচ্ছেন কৃষক। তাই এখন আর কোন কৃষক আবাদ যোগ্য জমি অনাবাদি পতিত রাখতে চায় না।কৃষক নিজের উদ্যোগে কৃষি কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, মঙ্গলবার (১২আক্টোবর) উপজেলার মোজাফফরপুর ইউনিয়নে কৃষকদের সাথে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনা ও ফসলের নিবিড়তা বৃদ্ধির উদ্দেশ্যে আলোচনা সভা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments