হুমায়ুন কবির, কেন্দুয়া
আসন্ন ১৬জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার নির্বাচন উপলক্ষে পাশ্ববর্তী আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ কেন্দুয়া পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলে।
রোববার(১০জানুয়ারি) কেন্দুয়া পৌর সদরের অলি গলি ঘুরে কেন্দুয়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র আসাদুল হক ভূইয়া পক্ষে সাধারন ভোটারদের কাছে নৌকা মর্কার ভোট চাইলেন তারা।
পরে সন্ধ্যায় পৌরসভা নির্বাচনী অফিসে এসে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খাইরুল ইসলাম।
এছাড়াও আটপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল সৈকত প্রমুখ।
এর আগে তারা বঙ্গন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।