নেত্রকোনার কেন্দুয়া পৌর নির্বাচনে ৯ হাজার ১শত ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া।
শনিবার রাতে মোট ৯টি কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঢালী। এসময় তিনি বলেন, কেন্দুয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোট পড়েছে মোট ১১হাজার ৪শত ৫১। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ ভোট। নৌকা পেয়েছেন ৯১৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ পেয়েছেন ২২৫৬ ভোট।