হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরীর বাবা উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের ১১৫ বছরের বৃদ্ধ আব্দুল জব্বার চৌধুরী আর নেই।
গত রাত ১.৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ কন্যা নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকাল ৩ টায় দুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুন কবির খান,বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নমাজে জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।