আশরাফুল আলম সানী, খালিয়াজুরী
❝আজি বসন্ত জাগ্রত দ্বারে,
বসন্ত ছড়িয়ে পরুক প্রতিটি প্রাণে।❞………🌺🌻🌹……….
বসন্তের এই আমেজকে আরও প্রাণবন্ত করতে হাসপাতালে ভর্তিকৃত শিশু, শিশু পরিবার ও দুঃস্থ রোগীদের মাঝে (রোগী কল্যাণ সমিতি) উপজেলা সমাজসেবা কার্যালয়,খালিয়াজুরী নেত্রকোনা এর পক্ষ থেকে ফল-মূল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খালিয়াজুরী এর UHFPO, RMO এবং জনাব Md Kamruzzman Shawon , উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) ,উপজেলা সমাজসেবা কার্যালয়, খালিয়াজুরী নেত্রকোনা। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব Sarker Sourav ,ইউনিয়ন সমাজকর্মী এবং জনাব আশরাফুল আলম (শিশু সুরক্ষায় সমাজকর্মী) অত্র সমাজসেবা কার্যালয়।