নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন পরশমনি (১৯) নামে এক গৃহবধু। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। আজ শনিবার বিকালে পরশমনি খালিয়াজুরীতে তার খালার বাড়িতে বেড়াতে যায়।
তিনি রাত সাড়ে আটটার দিকে লাইটের স্লুইস অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষনা করেন। খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার জানান, হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তদন্ত করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।