নেত্রকোনার খালিয়াজুরীতে সাংবাদিকের উপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ওই উপজেলার লক্ষিপুর গ্রামের সেতু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০) ও খালিয়াজুরী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬০)।
বৃহস্পতিবার বিকালে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। এদিকে আহত সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদারের মাথায় আটটি সেলাই করা হয়েছে যে কারনে বর্তমানে তিনি নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি দৈনিক যুগান্তর পত্রিকার খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। ওই সময় তার সাথে বসে থাকা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মহসিন মিয়াকেও আহত করে হামলাকারীরা। বুধবার রাতে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বালুচর এলাকায় একটি চায়ের স্টলে বসে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে। পরে অন্যারা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক ভাবে সেলাই দিয়ে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎিসক। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে শফিকুল ইসলাম তালুকদার মোট ৯ জনকে আসামী করে তার ভাইয়ের মাধ্যমে খালিয়াজুরী থানায় মামলাটি পাঠান।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে তিনজন সাংবাদিক চায়ের দোকানে বসে গল্পে গল্পে চা খাচ্ছিলেন। ওই সময় কিছু দুর্বৃত্ত লাঠিসোটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে শফিকুল ও মহসিনের ওপর হামলা চালায়। এতে শফিকুলের মাথা ফেটে যায। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মহসিনের বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয় লোকজন দুজনকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসক আহমেদ মুসা জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার মাথায় আটটি সেলাই দেয়া হয়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম সিরাজ মিয়া নামের ২ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
এদিকে রাত ১০ টা পর্যন্ত খালিয়াজুরী থানায় মামলা না নেয়ায় বিষয়টি নিয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি দেখছেন। সকাল থেকে ডিবি পুলিশও রয়েছে খালিয়াজুরীতে।