সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যখালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন 

খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন 

এ কে এম আব্দুল্লাহ,
দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান,  এস এম মনিরুজ্জামান দুদু ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী,  সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুর রউফ স্বাধীন,
আবুল কালাম আজাদ,
সাধারণ সম্পাদক প্রার্থী ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, আসিফুজ্জামান চৌধুরী উজ্জল, এরশাদুল আলম শাহীন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে খালিয়াজুরী উপজেলার ৬ ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৩১৭ ভোট পেয়ে আব্দুর রউফ স্বাধীন সভাপতি, ৯৮ ভোট পেয়ে মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments