শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যখুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে

খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার তিন বার ভোটার বিহীন নির্বাচন করে উন্নয়নের নামে মহা লুটপাট করে দেশকে দেওলিয়া করে দিয়েছে। বিএনপিকে ধ্বংস করতে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসী সাজার মাধ্যমে ২৫ মাস জেল খাটিয়েছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল জুলুম হুলিয়া, অত্যাচার নির্যাতন, গুম, খুন, অপহরন করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে।

জুলাই আগষ্টে ছাত্র জনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করে।

প্রতিহিংসার রাজনীতির কারনে খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ী থেকে বের করে দিয়েছিল, তার অপকর্মের কারনে ছাত্র জনতা হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে।

তিনি আরো বলেন, ভারতের ৫৫ ভাগ মানুষ খুনি হাসিনাকে তাদের দেশে দেখতে চায় না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই বিচার করা হবে। তিনি তারণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিষ্ট হাসিনা ও তাদের দোসরদের নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জেলায় জেলায় সমাবেশের ডাক দিয়েছে।

এরই অংশ হিসাবে সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপি সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি মোঃ সালাহ্উদ্দিন খান মিল্কী, নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েল, পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট কানিজ ফাতিমা পলমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments