নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে একটি জুয়ার আসর থেকে ৭ জন জুয়ারিকে আটক করেছে মডেল থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, তেলিগাতী গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মোঃ রিপন মিয়া (৩৫), মোঃ নাজিম উদ্দীনের পুত্র জসীম উদ্দিন (৪২), মৃত ইদ্রিস মিয়ার পুত্র জলিল মিয়া (৩৫), মৃত নুরু মিয়ার পুত্র বকুল মিয়া (৫২), মৃত হরমুজ আলীর পুত্র মতি মিয়া (৪৩), এলাহী নেওয়াজের পুত্র সাইদুল ইসলাম (৩২) ও মৃত কেন্তাব আলীর পুত্র এলাহী নেওয়াজ (৭১)।
তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়েই দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন দিনে বিভিন্ন জনের বাড়িতে বসতো আসর। তেলিগাতী গ্রামের শফিক মিয়ার একটি ঘরে জুয়ার আসর বসালে মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের খবরে পুলিশ গিয়ে হানা দেয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) জানান, শফিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়ারীকে আটক করা হয়। আটককৃত বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।