Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যগণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন

গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটি নেত্রকোনার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে ঘন্টাব্যাপী শহরের ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির পালিত হয়। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, সাংবাদিক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শ্রমিক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে।

সুজন নেত্রকোনা জেলার সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সকল নাগরিক সেবার সঠিক বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সুজনের সদস্য বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো কামরুল হাসান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক নেত্রকোনা সরকারি কলেজের অধ্যাপক ননী গোপাল সরকার, বেলা নেটওয়ার্ক সমন্বয়ক মো. মুস্তাকিন বিল্লাহ, কবি এনামুল হক পলাশ, ব্যবসায়ী জহিরুল কবীর শাহীন, পরিবেশবাদী সংগঠক দেলোয়ার হোসেন, যুব ফোরামের সমন্বয়ক মীর্জা হৃদয় সাগর, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান আকাশ, মো. মুস্তাহিদ অলি প্রমুখ।


বক্তারা বিচার বিভাগ থেকে শুরু করে সকল স্থানে এখনো দুর্নীতিবাজদের অবস্থান থাকায় দুর্নীতি মুক্ত হচ্ছে না অভিযোগ করে এগুলোকে পুনসংস্কারের দাবি তোলেন। পুলিশের কাজে অনিহার বিষয় এবং নেত্রকোনা থানার ওসিসহ যে সমস্থ পুলিশ ডিউটি ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে পুনরায় না ফিরিয়ে মানবিক নতুনদের প্রতিস্থাপনের জোর দাবি জানায় মানব্বন্ধন কারীরা।
এছাড়াও মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজন বারহাট্টা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments