সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও বস্তুনিষ্ট খবর প্রকাশের নিমিত্তে গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুতের জন্য “গণমাধ্যম সংস্কার কমিশিন” গঠন করেছে। কমিশন ‘গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপ’ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ জরিপ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা পর্যায়ে জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামানের সভাপতিত্বে জরিপ কার্যক্রম অবহিত করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মো. আইয়ুব হোসেন।
নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক আগামী ৭ জানুয়ারীর মধ্যে এই জরিপ পরিচালনার উদ্যোগ গ্রহণের বিষয় অবগত করেন। দৈবচয়ন পদ্ধতিতে ২০ টি সাধারণ খানা হতে ১০ বছর তদুর্ধ বয়সী সকল সদস্যদের মধ্যে কিস-গার্ড পদ্ধতিতে একজন উত্তরদাতা নির্বাচন করে তার নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। সমগ্র বাংলাদেশে মোট ৪৬ হাজার ৮০ জন নাগরিকের নিকট থেকে এ তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয় সভায়।
এসময় এডিসি রাফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রশ্ন উত্থাপন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সমাজসেবার উপ পরিচালক মো. শাহ আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবীর, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আল ফয়সাল, গণমাধ্যমকর্মী আলপনা বেগম, লাইভস্টক অফিসার ডা. মো. শহীদুল্লাহ বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা ও সদর উপজেলা পরিসংখ্যান অফিসার আলমাস আহমেদ প্রমুখ।