কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ১ লক্ষ ৮৪ হাজার ৯৮৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তার মধ্যে হাওরাঞ্চলেই ৪০ হাজার ৯৬০ হেক্টর। ক্ষতিগ্রস্থ ১৪ হাজার ৪২০ হেক্টর। এ ব্যাপারে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ১০ উপজেলায় ১৪ হাজার ৪২০ হেক্টর ক্ষতির পরিমাণ পাওয়া গেছে। আমরা সবাই জানি গরম বাতাসে হয়েছে। কিন্তু হিটস্ট্রোক থাকলেও ধানের বেলায় এই শব্দটা নেই। মানুষের বেলায় বলা যায়। ধান গবেষকরা আসবেন মঙ্গলবার। তখন এর কারণ জানা যাবে বলেও তিনি জানান।