Monday, April 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাচতুর্থ ধাপের নির্বাচন নেত্রকোনার ১২ ইউনিয়নের ৮টিতে নৌকা , ৩ টি...

চতুর্থ ধাপের নির্বাচন নেত্রকোনার ১২ ইউনিয়নের ৮টিতে নৌকা , ৩ টি বিদ্রাহী ১ টি বিএনপি

চতুর্থ ধাপে রোববার (২৮ ডিসেম্বর) নেত্রকোনা সদর উপজেলার একটিসহ মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১২টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপি’র স্বতন্ত্র প্রাথী জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারী ফলাফলে এই তথ্য জানা গেছে।

মোহনগঞ্জ উপজেলায় বিজয়ীরা হলেন, বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নে মোতাহার হোসেন চৌধুরী (নৌকা), বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে মোঃ সোহাগ তালুকদার (ঘোড়া), তেতুঁলিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম চৌধুরী জহর (নৌকা), মাঘান-শিয়াদার ইউনিয়নে আবু বকর সিদ্দিক (নৌকা), সমাজ-সহিলদেও ইউনিয়নে আমিনুল হক সোহেল (নৌকা), সুয়াইর ইউনিয়নে কামরুল হাসান সেলিম (নৌকা) ও গাগলাজুর ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব (নৌকা)।

খালিয়াজুরী উপজেলায় ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে ৩টিতেই নৌকার পরাজয় ঘটেছে। খালিয়াজুরীতে জয়লাভ করেছেন চাকুয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে শামীম মোড়ল (ঘোড়া), নগর ইউনিয়নে দেবেশ চন্দ্র তালুকদার (আনারস) ও গাজীপুর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুর রউফ স্বাধীন (আনারস)। নেত্রকোনা সদর উপজেলার একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান ফারাস দিলীপ জয়লাভ করেছেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য ছিল। মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী মৃত্যুবরন করায় সেই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া এই ইউনিয়নের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments