হুমায়ুন কবির, কেন্দুয়া:
সোমবার বিকালে কেন্দুয়া পৌরসভার সায়মা শাহজাহান একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ১শত ৫০জন মোটরযান শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রতিজন শ্রমিকের মাঝে নগদ ১হাজার টাকা ও ১০,কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া প্রমুখ।।