Saturday, November 2, 2024
মূলপাতাঅন্যান্যচাঁদাবাজ ইউপি সদস্যের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদাবাজ ইউপি সদস্যের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন বাজার ও করলাপুর ফেরীঘাট থেকে অনৈতিকভাবে চাঁদা আদায়কারী ইউপি সদস্য মাঈন উদ্দিন ও তার দুই ছেলেকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কলমাকান্দা প্রেসক্লাব হল রুমে বড়খাপন ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন গ্রামের ভুক্তভোগীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মোবারক হোসেন ও মো. বাবুল মিয়া। এসময় ভুক্তভোগী গ্রামের মানুষেরা উপস্থিত ছিলেন।


বক্তব্যে তারা বলেন, বড়খাপন ইউনিয়নের ১নং ইউপি সদস্য মাঈন উদ্দিন, তার দুই ছেলে শফিকুল ইসলাম ও মো. মাসুম বড়খাপন বাজার ও করলাপুর ফেরীঘাট থেকে অনৈতিকভাবে চাঁদা তুলে আসছে। এর প্রতিবাদ করলে তারা মেরে ফেলার হুমকি দেয়। থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। গত সোমবার স্থানীয় বাবুল মিয়া ও কামাল মিয়া ফেরীঘাটে গেলে তাদের নিকট ৪ লাখ টাকা চাঁদা দাবি করে মাঈন উদ্দিনসহ তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে তুলে নিয়ে যায় মাঈন উদ্দিনের বাড়িতে। পরে তাদেরকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। এসময় আরো ৩ লাখ ৭০ হাজার টাকা চাঁদা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়।
এছাড়াও মঙ্গলবার সকালে স্থানীয় মৎস্যজীবি আইন উদ্দিন বিলে নৌকা নিয়ে মাছ কিনতে গেলে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মাঈন উদ্দিন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বনোয়াট। আমাকে সমাজে হেয় প্রতিপন্নকরার জন্য একটি কুচক্রি মহাল এধরণের মিথ্যা রটনা রটাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments