নেত্রকোনায় হেরোইন সহ আটক হওয়ায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু রায়হান প্রবানকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন।
তিনি শুক্রবার রাতে তার নিজস্ব ফেইসবুক ওয়ালে এই বার্তা পোস্ট করে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বার্তায় শৃঙ্খলা ভঙ্গ, অপরাধ মূলক কাজ, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে বার্তায় উল্লেখ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে হেরোইন সহ আটকেএ পর শুক্রবার আবু রায়হান প্রবানকে কোর্টে সোপর্দ করেছে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
এর আগেও গত বছর হেরোইন সহ আটক হয়েছিলেন তিনি। কিন্তু সাংগঠনিকভাবে কোন পদক্ষেপ নেয়নি সংগঠনটি।