সোহান আহমেদ, নেত্রকোনা:
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনা সদর পৌরসভা ভোট হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। এরইমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর পৌরশহরের ৯টি ওয়ার্ড।
এরই অংশ হিসেবে মঙ্গলবার ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম খানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আয়োজনে পালপাড়া এলাকায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বর্তমান মেয়র ও আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।
এর আগে মেদিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান খান নোমানের পরিচালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, এডভোকেট দিপক ধরগুপ্ত, যুবলীগ ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, গেল ৫ বছরে নেত্রকোনা পৌর শহরের যোগাযোগ, জলাবদ্ধতা নিরসনে ব্যাপক ভূমিকা রেখেছেন। পৌরসভা নাগরিকদের পৌঁছে দিতে ব্যাপক ভাবে উন্নয়ন ঘটিয়েছেন। আরো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আবারও পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। সেইসাথে পৌরসভার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
এ সময় নির্বাচনী সভায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম মহসীন আলম, বিদ্যুৎ পাল, সারোয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন।