শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যজাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই: আহমদ শফী

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই: আহমদ শফী

সারা দেশের মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। ছাত্র- জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দোষর চেয়ারম্যান – মেম্বাররা পালিয়ে যায়। ফলে, স্থানীয় নাগরিকদের সেবায় বিঘ্ন ঘটে। তাই, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চাই।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)  গ্ণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র সাবেক কেন্দ্রীয় মহাসচিব, জাতীয় নাগরিক কমিটির কলমাকান্দা উপজেলার অন্যতম প্রতিনিধি, গণমানুষের নেতা আহমদ শফী এসব কথা বলেন।

আহমদ শফী আরো বলেন: দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে, পেশি শক্তির অপব্যবহারের আশংকা করছি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। অর্ন্তর্বীকালীন সরকারের কাছে জনসাধারণ স্থানীয় সরকার নির্বাচন চায়।

আমরা আশা করবো, জনসাধারণের ভাষা বুঝতে সরকার সমর্থ হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই। উপদেষ্টা মহোদয়ের নিকট আহ্বান – কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে জনসাধারণকে সাথে নিয়ে এগিয়ে যান। আমরা আপনাদের সাথে আছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments