জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পতাকা উত্তোলন হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
একই চিত্র ডাকঘর (পোস্ট অফিস) ও দুর্গাপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে।
রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত তথ্য নিয়ে জানা গেছে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা উত্তোলনের পাইপগুলো খালি ছিলো।
জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় সংবাদ প্রকাশের জন্য প্রধানের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি জেনে তাৎক্ষনিক কেউ কেউ পতাকা উত্তোলন করেন। আবার অনেকে করেনি।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, দিনের বেলায় ফাঁকা দেখেছেন অনেকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা উত্তোলনের স্থানটি।
একই ঘটনা দুর্গাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।
তালা বদ্ধ হয়ে আছে দুর্গাপুর ডাকঘর (পোস্ট অফিস)। সেখানেও উত্তোলন হয়নি জাতীয় পতাকা।
সচেতন মহলের ভাষ্য, প্রশাসন থেকে পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি করা উচিত বলে মনে করেন তারা।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা বলেন, আমাদের নির্দেশনা ছিল না।
তারপরও পতাকা উত্তোলন না হয়ে থাকলে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।
দুর্গাপুর সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য) দপ্তর প্রধানের সাথে কথা বলতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, বিষয়টি জানা নেই। তবে তিনি খোঁজ নেবেন বলেও জানান।