দেশব্যাপী আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনার তথ্য উপাত্ত তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ বছর নেত্রকোনা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫ শত জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৪৮ হাজার ৫ শত জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া।
মোট ২১৪২ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই টিকা খাওয়নো হবে।
আজ মঙ্গলবার দুপুরে ইপিআই ভবনে নেত্রকোনা সিভিল সার্জন অফিস গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ফারিয়া আজমাঈন ছুটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লৌহ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিসেফের নিউট্রেশন অফিসার ডা. মো আলমগীর, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আলপনা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া আরও জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে
তিনি এই কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি পেশার লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও জানায়, জেলার ১০ উপজেলার মোট পুরাতন ২৫৮ টি ওয়ার্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২০৬৪ টি। স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ১২ টি।