সোহান আহমেদ:
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে নেত্রকোনায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ঊড়িয়ে দিবসটির শুভ সূচনা হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভিনসহ উর্ধতন কর্মকর্তারা। আলোচনায় যুব উন্নয়ন থেকে বিভিন্ন সময়ে কয়েক শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।