শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
25.8 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদজাতীয় শোক দিবসে নেত্রকোনায় মুক্তির মহানায়ক ম্যুরাল উদ্বোধন

জাতীয় শোক দিবসে নেত্রকোনায় মুক্তির মহানায়ক ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধকালীল সময়ে (১৯৭১ সনের ৯ ডিসেম্বর) নেত্রকোনা জেলা শহরের যে স্থানে সন্মুখ যুদ্ধের মাধ্যমে জেলা শহর শত্রুমুক্ত হয় সেই স্থানে বর্তমান পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মুক্তির মহানায়ক’ নামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুরাল) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের উদ্যোগে নব নির্মিত ম্যুরালের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় একে একে প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিািরক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলী পাঠনসহ অন্যরা। পরে ঐতিহাসিক এ স্থান নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

এর আগে সকালে নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত “চেতনার বাতিঘর” নামে বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরালে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, সংগঠনসহ সর্বস্থরের মানুষের শদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। পরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা ও যুবঋণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা ঝাপিয়ে পড়েছিলাম।

কিন্তু সেদিন আমাদেরকে যারা বাঁধগ্রস্থ করেছিল, আজকের এই স্বাধীন দেশের বিরোধিতা করেছিলো আজ তাদের অনেকেই আবারও নতুন রূপে দেশটাতে সহিংসতা ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। যা করতে দেয়া হবে না। বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতাকে জয় করে সকল কিছুতে সয়ং সম্পুর্নতা এনেছে। আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments