সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্য জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা 

 জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা 

‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবসে নেত্রকোনায় জেলা প্রশাসনের সহাযোগিতায় নানা ধরনের কর্মসূচীর আয়োজন করেছে জেলা সমাজসেবা কার্যালয়।
বৃহস্পতিবার দিবসটি উদযাপনের লক্ষ্যে হাঁটার অভ্যাস তৈরী করতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াকাথন বের করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও সমাজসেবার উপ পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে আট শতাধিক মানুষ নিয়ে ওয়াকাথনটি প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসটার্মিনাল সংলগ্ন পারলা এলাকায় সমাজসেবা কমপ্লেক্সে এসে শেষ হয়। সেখানে  সকাল ১১টায় কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে এবং পরিবেশ বান্ধব গাছ রোপনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে|
পরে মুক্ত আড্ডা অনুষ্ঠানে উপ পরিচালক মো. শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস|
শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হক এর সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন- অর-রশিদ।
অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
মুক্ত আড্ডা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়েতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এ আর এফ বি’র চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয়।
সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় সমাজ সেবার পাশাপাশি অভিভাবকদের আরো বেশী করে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments