নিজেস্ব প্রতিবেদক…
চিকিৎসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলার চিকিৎসক সমিতির নেতারা।
বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান কবীর রিয়াদ, ডাঃ শফিকুর রহমান, ডাঃ আব্দুল মোতালেব, ডাঃ টিপু রায়সহ আরো অনেকেই।
এসময় বক্তারা জামালপুরে ডাক্তারদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দুরুত আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষণা দেন এসোসিয়েশন নেতারা।