নেত্রকোনার পূর্বধলাযর জারিয়াগামী বলকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় দুই ঘন্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ থেকে অন্য ইঞ্জিন গিয়ে ট্রেনটি নিয়ে যায়।
বুধবার (১৯ ফেব্রæয়ারী) পূর্বধলা উপজেলার জারিয়া ষ্টেশনের অদূরে আনসার ক্যাম্পের কাছে বালুকাটা নামক স্থানে ১১ টা ৪০ মিনিটের সময় এই আগুন দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন চালক।
ঢাকা থেকে জারিয়ার উদ্যেশ্যে ছেড়ে আসা একমাত্র কমিউটার ট্রেন এটি। জারিয়া ষ্টেশনে ১১ টা ৪৫ মিনিটে পৌঁছার কথা থাকলেও ৫ মিনিট আগেই থেমে যায়। পরে ১১ টা ৫০ মিনিটের সময় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় ১ টা ৫০ মিনিটে।
পূর্বধলা স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, জারিয়া ঝাঞ্জাইলগামী ৫০ নং ডাউন বলকা কমিউটার ট্রেনটি জারিয়া স্টেশনে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন দেখতে পান। পরে তাৎক্ষনিক চালক ট্রেন থামালে সকলেই নেমে যান। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই রুটে একটি ট্রেনই চলে ঢাকা থেকে। অপর একটি লোকাল ট্রেন চলে ময়মনসিংহ থেকে জারিয়া। ওই লোকাল টেনের সাথে অন্য একটি ইঞ্জিন এসে এই ট্রেনটিকে নিয়ে যায়। দুই ঘন্টা ব্যবধানে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়ে গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বলাকার ইঞ্জিন পূড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোন হতাহত এমনকি অন্য কোন সমস্যা হয়নি। তবে ইঞ্জিনে হঠাৎ আগুনের বিষয়ে কিছু বলতে পারছেন না কেউই। কেন এমনটা হলো ইঞ্জিনিয়ারিং কোন সমস্যা আছে কিনা তা সংশ্লিষ্টরা ক্ষতিয়ে দেখবেন বলেও জানান তিনি।
এদিকে হঠাৎ ট্রেনে এমন আগুনের বিষয়ে কোন তথ্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট অনেকেই ভাবছেন বেশি পুরনো ইঞ্জিন হওয়ায় এবং তাপমাত্রা বেশি থাকায় এমন ঘটনা ঘটে থাকতে পারে।