সোহান আহমেদ ঃ
বদলীজনিত কারনে নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশকে আনুষ্টানিক সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা পৌরসভা। (১৫ জুলাই) শনিবার বিকেলে নেত্রকোনা পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান।
পৌর পরিষদের সকল কাউন্সিলরদের সাথে নিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সন্মাননা স্মারক তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। ঘন্টাব্যাপী চলা সংবধনা অনুষ্টানে জেলা প্রশাসক হিসেবে গত এক বছর সময়ে নেত্রকোনার জন সাধারনের সার্বিক সেবার মান উন্নয়নে করে যাওয়া বিভিন্ন কর্মকান্ড উল্লেখ করে বিদায়ী জেলা প্রশাসকের উত্তর উত্তর সফলতা কামনা করেন বক্তারা।
পৌর সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক। এরআগে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ হেলাল, ১নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার,৩নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা খান সরল। সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত নারী কাউন্সিলরসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।