নেত্রকোনায় সেবা নিতে আসা জেলা প্রশাসক কার্যালয়ে ‘আমন্ত্রণ’ নামে সেবা প্রার্থীদের বসার স্থান যুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষের পাশের একটি কক্ষকে আমন্ত্রণ কক্ষ হিসেবে রাখা হয়েছে। সেখানে একজনের দায়িত্ব দেওয়া রয়েছে।
যিনি আসবেন অপেক্ষা কালীন সময়ে তার কাজের কারণ ধরণ লিপিবদ্ধ করা হবে এবং সে অনুযায়ী পরামর্শ দিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। এমন একটি ব্যবস্থা করে সোমবার এর উদ্বোধন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই আমন্ত্রণ নামের সেবা প্রার্থীদের বসার স্থান বাস্তবায়ন করেন। যা দেখে বিভিন্ন সেবাপ্রার্থীরা আনন্দিত উদ্বেলিত। জেলা প্রশাসক জানান, একজন মানুষ যে কোন প্রয়োজনে আসতে পারেন। কিন্তু এসে বারন্দায় দাড়িঁয়ে থাকতে হয়। নয়তো কনফারেন্স কক্ষে বসতে হয়। তাদের জন্য নির্ধারিত স্থান করে দেয়া হয়েছে। সেখানে বসতে পারেন। নিজেদের কাছেও তারা সন্মানিত বোধ করবেন।